৯ম ও ১০ম পয়েন্ট রিক্রুটমেন্ট সিস্টেম এ উত্তীর্ণ প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত জরুরি নোটিশ
৯ম ও ১০ম পয়েন্ট রিক্রুটমেন্ট সিস্টেম এ উত্তীর্ণ প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত জরুরি নোটিশ
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৯ম ও ১০ পয়েন্ট রিক্রুটমেন্ট সিস্টেমে চূড়ান্তভাবে উত্তীর্ণদের পাসপোর্টে উল্লিখিত স্থায়ী ঠিকানা অনুযায়ী নিজ জেলার সিভিল সার্জনের দপ্তর থেকে দ্রুত মেডিকেল সম্পন্ন করে Medical Check-Up Form (কপি সংযুক্ত) অনুযায়ী সিভিল সার্জনের স্বাক্ষরসহ ফিট Medical Certificate সংগ্রহ করার অনুরোধ করা হলো (কপি সংযুক্ত)। তবে মেডিকেল করার সময় Passport ও সদ্য তোলা Passport সাইজের দুই কপি রঙিন ছবি সঙ্গে নিয়ে যেতে হবে। Medical Certificate অবশ্যই সংযুক্ত নমুনা অনুযায়ী হতে হবে।
সিভিল সার্জন কার্যালয়ে কোনো প্রার্থীর মেডিকেল করতে হয়রানি বা অনৈতিক অর্থ দাবি করলে সংশ্লিষ্ট ব্যক্তির তথ্য জেনে সিভিল সার্জন কার্যালয়ের উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করার জন্য পরামর্শ দেয়া হলো। এতে সমস্যা সমধান না হলে নিম্নবর্ণিত গুগল ডকস লিংকে ‘সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য পরীক্ষাতে যে কোনো জটিলতা’ সংক্রান্ত তথ্যসহ অন্যান্য তথ্য দাখিলের জন্য অনুরোধ করা হলো। উক্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। গুগল ফর্ম লিংক: https://forms.gle/FDqhMJd7GrM4ZkYD6
ডিসেম্বর ২০২৩ এর ৩য় সপ্তাহ থেকে জব অ্যাপলিকেশন ফর্ম গ্রহণ করা হতে পারে। এ সংক্রান্ত বিস্তারিত নোটিশ শিঘ্রই এ পেইজে প্রচার করা হবে। তাছাড়া সকলকে নিজ নামে ব্যাংক হিসাব খোলার জন্য অনুরোধ করা হলো।
উল্লেখ্য যে, সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য পরীক্ষাতে যে কোনো জটিলতা সৃষ্টি না হলে বর্ণিত গুগল ডকস-এ তথ্য দাখিল করার প্রয়োজন নেই।
আরও উল্লেখ্য যে, Medical Check-Up Form-এ সিভিল সার্জন-এর স্বাক্ষর ব্যতীত সকল তথ্য Computer Typed হতে হবে। এর ব্যত্যয় ঘটলে চূড়ান্ত পর্যায়ে ভিসা ইস্যুর ক্ষেত্রে জটিলতা হতে পারে।